হারানো ১০৫টি মোবাইল ফোন উদ্ধার: পল্টন থানা পুলিশের সাফল্য ও মালিকদের হাসি

ঢাকার পল্টন মডেল থানা পুলিশ এক বিশেষ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা ১০৫টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। গত দেড় মাসে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন জিডি (সাধারণ ডায়েরি) মূলে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে থানা মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ফোনগুলো হস্তান্তর করা হয়।

পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেড় মাসে পল্টন এলাকায় মোবাইল ফোন হারানোর অনেকগুলো সাধারণ ডায়েরি জমা হয়। মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব ফোন উদ্ধার করে।

মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধারকৃত ১০৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। এ সময় মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবীসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পল্টন মডেল থানা কর্তৃপক্ষ জানায়, ফোন উদ্ধার ও মালিকদের কাছে পৌঁছে দেওয়ার এই ধারা নিয়মিতভাবে চলছে। গত এক বছরে এই থানাটি প্রায় ৬০০-র বেশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়ার নজির স্থাপন করেছে।

দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিকরা। ফোন হাতে পেয়ে তানিয়া সুলতানা নামে এক ভুক্তভোগী বলেন, “আমি আশা ছেড়েই দিয়েছিলাম যে ফোনটি আর কখনও ফিরে পাব। পুলিশের এই আন্তরিক প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।” উপস্থিত মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশের এই সাফল্য সাধারণ মানুষের মাঝে যেমন স্বস্তি ফিরিয়ে এনেছে, তেমনি অপরাধ দমনে পুলিশের সক্ষমতার প্রতি জনগণের আস্থাও বহুগুণ বাড়িয়েছে।

The post হারানো ১০৫টি মোবাইল ফোন উদ্ধার: পল্টন থানা পুলিশের সাফল্য ও মালিকদের হাসি appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments