MyBl অ্যাপ প্রথম বার রেফার কোড দিয়ে লগইন করলেই পাওয়া যাচ্ছে 1GB ইন্টারনেট বোনাস সাথে থাকছে প্রতিদিন MyBl অ্যাপ লগইন করলে 25MB ইন্টারনেট বোনাস (প্রথম ৩০ দিন লগইন করলে পাওয়া যাবে) এছাড়া MyBl অ্যাপ রেফার করলে পাওয়া যাবে 500MB ইন্টারনেট বোনাস! যতইচ্ছা তত রেফার করা যাবে।
তো শুরু করা যাক কি ভাবে কি করবেন।
প্রথম MyBl অ্যাপ ডাউনলোড করুন!
তার পর ওপেন করে লগইন এ ক্লিক করুন।
তার পর আপনার বাংলালিংক নাম্বার টা বসিয়ে দিন।
তার পর আপনার বাংলালিংক নাম্বার এ একটা কোড যাবে তা বসিয়ে দিন।
তার পর অ্যাপ এ MyBl অ্যাপ এ ঢুকে যাবে
তার পর অ্যাপ এ একটু নিচে দেখতে পাবেন Refer Now তা তে ক্লিক করুন
তার পর এই BoX এ 752FF684 কোড টা বসিয়ে দিন। 
তার পর ২ থেকে ৪ মিনিট এর মধ্যে 1GB ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন।
ঠিক এই রকম একটা কোড দেখতে পাবে তা হচ্ছে আপনার রেফার কোড।
বন্ধুকে সঠিক ভাবে রেফার করার পর এখানে ক্লিক করুন।
তার পর সাথে সাথে 500MB ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন।
এছাড়া প্রতিদিন MyBl অ্যাপ এ লগইন করলে 25MB করে বোনাস (প্রথম ৩০ দিন লগইন করলে পাওয়া যাবে) 
- মেয়াদঃ ৪দিন!
- এমবি চেকঃ *৫০০০*৫০০#



0 Comments