এনইআইআর (NEIR) বাস্তবায়নে বাধা ‘লীগপন্থী’ চক্রান্ত

আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল ফোন বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু এই উদ্যোগ ভেস্তে দিতে সরকারের ভেতরে ও বাইরে শুরু হয়েছে এক গভীর চক্রান্ত।

অভিযোগ উঠেছে, ২০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাজার টিকিয়ে রাখতে এবং অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মাঠে নেমেছে সাবেক আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একটি প্রভাবশালী সিন্ডিকেট। ‘ব্যবসায়িক দাবি’র আড়ালে এই চক্রটি মূলত দেশকে অস্থিতিশীল করার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।

চক্রান্তের নেপথ্যে ‘লীগপন্থী’ সিন্ডিকেট  জানা যায়, এনইআইআর বিরোধী এই তৎপরতার মূল হোতা ‘সুমাসটেক’-এর স্বত্ত্বাধিকারী আবু সাঈদ পিয়াস। তিনি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে, গত সরকারের আমলে এই অবৈধ মোবাইল ব্যবসায়দের মাধ্যমেই মোবাইল খাতের হাজার হাজার কোটি টাকা দুবাই ও সিঙ্গাপুরে পাচার (মানিলন্ডারিং) করা হতো। এখন সরকার পতনের পর, সেই একই সিন্ডিকেট ‘সাধারণ ব্যবসায়ী’র মুখোশ পরে এনইআইআর-এর বিরোধিতা করছে।

গোয়েন্দা সূত্র বলছে, পিয়াস এবং তার সহযোগী ‘গ্রে-মাফিয়া’ চক্রটি (যাদের মধ্যে ড্যাজল, অ্যাপল গ্যাজেটটেক অ্যান্ড টক-এর নাম রয়েছে) ১৬ ডিসেম্বরের পর সারা দেশে কৃত্রিম সংকট তৈরি এবং অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য—বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করা।

উপদেষ্টা ফয়েজ তৈয়বকে টার্গেট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ফয়েজ আহমদ তৈয়্যব এনইআইআর বাস্তবায়নে অনড় অবস্থানে থাকায় তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করেছে এই চক্র।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন মাধ্যমে উপদেষ্টাকে পিছু হটার জন্য ‘হুঁশিয়ারি’ দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে এবং ভুঁইফোড় সংগঠন ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’র ব্যানারে আন্দোলন করে সরকারকে চাপে ফেলার কৌশল নিয়েছে তারা।

কেন এনইআইআর ঠেকাতে মরিয়া? এই ‘লীগপন্থী’ সিন্ডিকেটের এনইআইআর ভীতির মূল কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক:

১. ২০,০০০ কোটি টাকার পতন: এনইআইআর চালু হলে তাদের ২০ হাজার কোটি টাকার ‘রিফারবিশড’ বা ‘দুবাই ফেরত’ ফোনের বাজার এক দিনেই ধসে পড়বে।

২. মানিলন্ডারিং রুট বন্ধ: অবৈধ ফোন আমদানির আড়ালে বছরে ১০ হাজার কোটি টাকার ডলার পাচারের রুটটি বন্ধ হয়ে যাবে।

৩. কালো টাকার উৎস: সাবেক সরকারের আমল থেকে গড়ে ওঠা এই অবৈধ সাম্রাজ্যই তাদের অর্থের মূল উৎস, যা বন্ধ হলে তাদের রাজনৈতিক প্রভাবও শেষ হয়ে যাবে।

সরকারের কঠোর অবস্থান চক্রান্তের বিষয়টি আঁচ করতে পেরে সরকার আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এনইআইআর বাস্তবায়ন এখন আর শুধু রাজস্ব আদায়ের বিষয় নয়, এটি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি ‘মাফিয়া’ চক্রকে নির্মূল করার লড়াই।

বিশ্লেষকরা বলছেন, ১৬ ডিসেম্বর এনইআইআর চালু না হলে এই সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠবে, যা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি সৃষ্টি করবে।

The post এনইআইআর (NEIR) বাস্তবায়নে বাধা ‘লীগপন্থী’ চক্রান্ত appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments