৮ জিবি র‍্যামসহ আসছে স্যামসাংয়ের নতুন ফোন

চলতি বছর মার্চ মাসে স্যামসাং তাদের এক্সিনোস ১২৮০ প্রসেসরসহ স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি স্মার্টফোনটি লঞ্চ করে। বর্তমানে, এই ডিভাইসটি শুধুমাত্র ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম+ ১২৮ জিবি স্টোরেজ -এই দুই মেমরি কনফিগারেশনে পাওয়া যায়। তবে এখন এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি-এর একটি নতুন স্টোরেজ ভ্যারয়েন্ট এদেশে উন্মোচন করার পরিকল্পনা করছে সংস্থা। এই গ্যালাক্সি এ সিরিজের হ্যান্ডসেটের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি শীঘ্রই বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে।

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি-তে ৬.৫ ইঞ্চির ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৮০০ নিট পিক ব্রাইটনেস এবং আই কমফোর্ট শিল্ড কম্প্যাটিবিলিটি অফার করে। ডিভাইসটি এক্সিনস ১২৮০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। ফোনটিতে র‍্যাম প্লাস ফিচারটিও রয়েছে, যার সাহায্যে অভ্যন্তরীণ স্টোরেজের মাধ্যমে অতিরিক্ত ৮ জিবি র‍্যাম যোগ করা যাবে।

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি-তে এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সমন্বিত কোয়াড-ক্যামেরা সিস্টেম রয়েছে৷ আর ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি অবশ্য ইন-বক্স চার্জিং অ্যাডাপ্টারের সাথে আসে না।

 

The post ৮ জিবি র‍্যামসহ আসছে স্যামসাংয়ের নতুন ফোন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments