বিদ্যুৎ সাশ্রয়ী চিপ তৈরিতে কাজ করছে জাপানের ডাইকিন

কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ে নিজস্ব চিপ তৈরির কথা ভাবছে জাপানের এয়ারকন্ডিশনার নির্মাতা ডাইকিন ইন্ডাস্ট্রিজ। বর্তমানে অ্যাপল, অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টগুলোও নিজস্ব প্রযুক্তিতে তৈরি চিপ ব্যবহার করছে। ওসাকাকেন্দ্রিক ডাইকিন চলতি অর্থবছরে ১ কোটি হোম এয়ারকন্ডিশনার তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এজন্য জাপানের একটি ডিজাইন কোম্পানির সঙ্গে চুক্তিও হয়েছে। এয়ারকন্ডিশনারে ব্যবহৃত ইনভার্টারের জন্য কাস্টম লজিক চিপ তৈরি করবে এ কোম্পানি।

The post বিদ্যুৎ সাশ্রয়ী চিপ তৈরিতে কাজ করছে জাপানের ডাইকিন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments