স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। তাই ডিভাইসের ব্যবহার আরো সহজ করতে প্রযুক্তিবিদরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে ভাবেন। এর মধ্যে অন্যতম হলো ফোন অ্যাকসেসরিজ। ছোট ছোট কিছু গ্যাজেট, যা স্মার্টফোনের সঙ্গে ব্যবহার করে ফোনের কার্যকারিতা বা ব্যবহারের অভিজ্ঞতাকে আরো আরামপ্রদ করা যায়। এগুলো সাধারণত সাশ্রয়ী ও সহজলভ্য, তবে ছোটখাটো সমস্যা সমাধানসহ ফোনের ব্যবহারকে আরো সুবিধাজনক, নিরাপদ ও মজাদার করে তোলে। এমন কিছু ফোন অ্যাকসেসরিজ নিয়ে আলোচনা করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব—
ম্যাট স্ক্রিন প্রটেক্টর
স্মার্টফোনের স্ক্রিনকে সুরক্ষিত রাখতে স্ক্রিন প্রটেক্টর অপরিহার্য। এক্ষেত্রে সাধারণত টেম্পার্ড গ্লাস স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করা হয়। এগুলো স্ক্রিনকে শক্তিশালী করে ও স্ক্র্যাচ থেকে বাঁচায়। তবে এটি উজ্জ্বল হওয়ার কারণে আলোর প্রতিফলন বেশি হয় ও আঙুলের ছাপ সহজেই দেখা যায়। ফলে আলোকিত পরিবেশে স্ক্রিনে কিছু দেখা ও পড়া কঠিন হয়ে যায়। এ সমস্যা সমাধানে ম্যাট স্ক্রিন প্রটেক্টর একটি চমৎকার বিকল্প। এটি শুধু স্ক্রিনকে সুরক্ষিতই রাখে না, বরং ব্যবহারের অভিজ্ঞতাকেও উন্নত করে। কিছুটা খসখসে বা অমসৃণ হওয়ায় আলোর প্রতিফলন দূর হয় ও আঙুলের ছাপও পড়ে না।
গুজনেক ফোন হোল্ডার
শুয়ে থাকা অবস্থায় মুভি দেখা বা ভিডিও চ্যাট করার সময় ফোনটিকে সঠিক অবস্থানে স্থির রাখতে গুজনেক ফোন হোল্ডার ব্যবহার করা যায়। গ্যাজেটটি অ্যাডজাস্টেবল হওয়ায় যেকোনো দিকে ও কোণে ফোন ধরে রাখা যায়। এটি হাতের সাহায্য ছাড়াই ব্যবহার করা যায়। ফলে রান্না, শরীরচর্চা বা কোনো শো দেখার সময় অনায়াসেই অন্যান্য কাজ করা যায়।
ডাস্ট প্লাগ
ঠিকভাবে কাজ করা বন্ধ না হওয়া পর্যন্ত সাধারণত ফোনের চার্জিং পোর্ট বা স্পিকার গ্রিলের দিকে তেমন নজর দেয়া হয় না। ধুলা, ময়লা বা আর্দ্রতা ফোনের এসব উন্মুক্ত জায়গাকে আটকে দিলে চার্জিং সমস্যা বা স্পিকারের আওয়াজ অস্পষ্ট হয়ে যেতে পারে। এ সমস্যা সমাধানে সিলিকন ডাস্ট প্লাগ ব্যবহার করার পরামর্শ দেন প্রযুক্তিবিদরা। বিশেষ করে যখন ঘরের বাইরে অনেকটা সময় কাটানো হয়। ছোট গ্যাজেটগুলো ফোনের পোর্টগুলোকে ধুলা-ময়লা থেকে রক্ষা করে।
গেমিং ফিঙ্গার স্লিভস
গেম খেলার সময় আঙুল ও স্ক্রিনের মধ্যে ঘর্ষণ কমাতে চাইলে সাধারণ টাচস্ক্রিন গ্লাভস ব্যবহার করা যেতে পারে। কিন্তু গ্লাভস পরলে হাত গরম হয়ে ঘেমে কাপড়টি ভিজে যেতে পারে। ফলে মাত্র কয়েক মিনিট গেমপ্লের পরই গ্লাভস অস্বস্তিকর হয়ে ওঠে। ফিঙ্গার স্লিভের ক্ষেত্রে এ সমস্যা হয় না। কারণ এগুলো পুরো হাতের পাতা ঢেকে দেয় না, শুধু আঙুলে ব্যবহার করা হয়। এছাড়া এর কাপড়ও বেশ আরামদায়ক।
ফোন রিং হোল্ডার
এক হাতে টেক্সট করা, ছবি তোলা বা স্ক্রলিং করার সময় ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ রিং একটি স্ট্যান্ড হিসেবেও কাজ করে, যার মাধ্যমে ভিডিও দেখার জন্য ফোনকে ‘হ্যান্ডস-ফ্রি’ অবস্থায় রাখা যায়। গ্যাজেটটি তুলানামূলক সাশ্রয়ী, যা ফোন হাত থেকে পড়ে যাওয়ার মতো হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া মুহূর্ত থেকে বাঁচাতে পারে।
রাইট অ্যাঙ্গেল চার্জিং কেবল
রাইট অ্যাঙ্গেল চার্জিং কেবল সাধারণত ৯০ ডিগ্রি কোণে বাঁকা থাকে। ফলে এটি সরাসরি ও সোজাভাবে নয় বরং কোণাকৃতি অবস্থায় ফোনে সংযুক্ত হয়। চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহারের সময় কেবলে আরো কম চাপ পড়ে।
The post স্মার্টফোনের জন্য প্রয়োজনীয় কিছু অ্যাকসেসরিজ appeared first on Techzoom.TV.
0 Comments