ব্যাংক কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন দেবে বাংলালিংক

দেশের ডিজিটাল সংযুক্তিকে আরও সহজ সাশ্রয়ী করতে সহজ কিস্তিতে স্মার্টফোন দেবে মোবাইল অপারেটর বাংলালিংক এই সুবিধায় ব্যাংক কার্ড ছাড়াই পছন্দের ফোরজি স্মার্টফোন কেনা যাবে কিস্তিতে।

মোবাইল অপারেটরটি বলছে, এই সুবিধা দেশের সেই সব গ্রাহকের জন্য, যারা এখনো টুজি বা থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করেন, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ফোরজি স্মার্টফোন কিনতে পারেননি।

কিস্তি সুবিধায় কী কী থাকছে

বাংলালিংক জানিয়েছে, স্মার্টফোন কিনতে হলে গ্রাহককে প্রথমে ১৫ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হবে। এরপর বাকি টাকা সর্বোচ্চ মাসে কিস্তিতে পরিশোধ করা যাবে। ক্রেডিট কার্ড ছাড়াই এই সুবিধা পাওয়া যাবে।

সারা দেশে থাকা যেকোনো বাংলালিংক সেন্টার থেকে স্মার্টফোন কেনা যাবে। শুরুতে আইটেল, টেকনো ইনফিনিক্স ব্র্যান্ডের ফোন এই অফারে পাওয়া যাবে।

আবেদন করবেন যেভাবে

স্মার্টফোন কেনার জন্য কিস্তিতে আবেদন করা যাবে পামপে অ্যাপ ব্যবহার করে। আবেদন প্রক্রিয়া মাত্র ৩০ মিনিটে সম্পন্ন হবে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে পামপে, জেনেক্স, আইস্মার্টু, এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান চেতনা, পরিবেশ মানব উন্নয়ন সংস্থা

বাংলালিংক যা বলছে

বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন,আমরা চাই, স্মার্টফোন যেন আর বিলাসবস্তু না থাকে। যারা ব্যাংকিং সেবা পান না, তারাও যেন ডিজিটাল বাংলাদেশের অংশ হতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”

অংশীদারদের মত

পামপে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং বলেন,কিস্তিতে স্মার্টফোন কেনার জন্য ক্রেডিট কার্ড প্রয়োজন নেই—এই বিষয়টি ডিজিটাল অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে।”

আইস্মার্টু বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন,আমরা চাই, গ্রাহকেরা সাশ্রয়ী দামে মানসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করুন। বাংলালিংকের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে।”

থাকছে আরও সুবিধা

এই অফারের আওতায় স্মার্টফোন কিনলে গ্রাহকরা পাবেন:

  • তিন মাসে ১৮ জিবি ইন্টারনেট

  • অরেঞ্জ ক্লাবের গোল্ড টিয়ার

  • মাইবিএল অ্যাপে ১৫০% পর্যন্ত ডাটা বোনাস

বিস্তারিত জানতে

👉 অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে আবেদন করতে ভিজিট করুন:
https://www.banglalink.net/en/prepaid/others/4g-smartphone-on-instalment

The post ব্যাংক কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন দেবে বাংলালিংক appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments