হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়ের তিন স্ক্রিনযুক্ত (ট্রাই-ফোল্ড) স্মার্টফোন মেট এক্সটির পরবর্তী সংস্করণ আসছে আগামী সেপ্টেম্বরে। এর আগে বেশকিছু প্রতিবেদনে ডিভাইসটির সম্ভাব্য নাম ‘মেট এক্সটি ২’ বলা হলেও সাম্প্রতিক তথ্যানুযায়ী ডিভাইসটির নাম হতে পারে ‘হুয়াওয়ে মেট এক্সটি এস’। চীনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ওয়েইবোয় প্রযুক্তি টিপস্টার গুওজিং এসব তথ্য জানান। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।

গুওজিংয়ের ভাষ্য, মেট এক্সটি এস নামের তিন স্ক্রিনের ট্রাই-ফোল্ড স্মার্টফোনটি ১২ সেপ্টেম্বর উন্মোচন হতে পারে। সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ অ্যাপলের আইফোন ১৭ সিরিজটিও ৮-১২ সেপ্টেম্বরের মধ্যে উন্মুক্ত হতে পারে।

হুয়াওয়ে গত বছর সেপ্টেম্বরে মেট এক্সটি আল্টিমেট নামে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড বা তিনটি স্ক্রিনের স্মার্টফোন এনে প্রযুক্তিবিশ্বে আলোড়ন তোলে। এরপর স্যামসাংও চলতি বছর নিজেদের প্রথম ট্রাই-ফোল্ড আনার ঘোষণা দেয়। নতুন মডেলটি বাজারে স্যামসাংয়ের প্রথম তিনভাঁজের ফোন গ্যালাক্সি জেড ট্রাই-ফোল্ডের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

চীনা সংবাদমাধ্যম সিএনএমওর প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন মেট এক্সটিএস ফোনটির দাম হতে পারে প্রায় ২০ হাজার ইউয়ান (বাংলাদেশী মুদ্রায় ৩ লাখ ৪০ হাজার টাকার বেশি)।

The post হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments