অ্যাপল আগামী বছর আইফোন ১৭ সিরিজে আরো একটি নতুন ও সাশ্রয়ী মডেল বাজারে আনতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আইফোন ১৭ই নামের মডেলটি ২০২৬ সালের শুরুর দিকেই বাজারে আসতে পারে।
গত বছরের আইফোন ১৬ই-এর মতো এটিও কম দামের একটি বিকল্প হবে বলে প্রত্যাশা ব্যবহারকারীদের। তবে জানা গেছে, এবার ডিজাইন ও ফিচারের দিক থেকে পুরো সিরিজের সঙ্গে আরো বেশি সামঞ্জস্য রাখার চেষ্টা করছে অ্যাপল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আইফোন ১৭ইতে সবচেয়ে বড় পরিবর্তন হবে প্রসেসরে। ফোনটিতে অ্যাপলের সর্বশেষ এ১৯ চিপ ব্যবহার করা হবে। ফলে গেম খেলা, ছবিসংক্রান্ত কাজ কিংবা এআই-নির্ভর কাজ—সবকিছুতেই দীর্ঘস্থায়ী শক্তিশালী পারফরম্যান্স পাওয়া যাবে। এ১৯ প্রসেসর সিপিইউ পারফরম্যান্সে তুলনামূলক সামান্য উন্নতি হলেও জিপিইউতে উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, ডিজাইনের দিক থেকেও বড় পরিবর্তন আসতে পারে। আইফোন ১৬ই বড় সমালোচনার মুখে পড়েছিল এর পুরনো নচ বা খাঁজ থাকা স্ক্রিন ডিজাইনের কারণে। তবে আইফোন ১৭ই মডেলে অ্যাপল ডায়নামিক আইল্যান্ড ডিজাইন যুক্ত করতে পারে বলে আশা করা হচ্ছে। এতে ডিসপ্লে আরো আধুনিক দেখাবে এবং লাইভ অ্যাক্টিভিটিসসহ নতুন ধরনের নোটিফিকেশন সুবিধাও ব্যবহার করা যাবে।
ক্যামেরার ক্ষেত্রেও এবার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বিশ্লেষক জেফ পুয়ের মতে, আইফোন ১৭ সিরিজের নতুন ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজসমৃদ্ধ ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরা ভিডিও কলে বা সেলফিতে একাধিক মানুষকে ফ্রেমে রাখতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাঙ্গেল সমন্বয় করতে পারে।
ডিভাইসটি উন্মোচনের সময় ও দাম নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও টিপস্টার ও প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অ্যাপল নিজস্ব নিয়ম ভাঙবে না। আইফোন ১৬ই বাজারে এসেছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। তাই আইফোন ১৭ই ২০২৬ সালের ফেব্রুয়ারির দিকেই উন্মোচিত হতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে আইফোন ১৬ই বিক্রি হচ্ছে প্রায় ৭৫ হাজার টাকায়।
The post সাশ্রয়ী দামে আসছে আইফোন ১৭-এর নতুন মডেল appeared first on Techzoom.TV.

0 Comments