২০২৬ সালের জুলাই থেকে বিশ্বব্যাপী বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার জন্য মাইক্রোসফট ৩৬৫ প্রডাক্টিভিটি স্যুটের দাম বাড়ানো হবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টসহ নানা সেবা নিয়ে গঠিত এ স্যুট বর্তমানে গুগলের প্রতিদ্বন্দ্বী পণ্যের সঙ্গে বাড়তি প্রতিযোগিতার মুখে রয়েছে।
দাম বাড়ানোর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারি খাতের সংস্থাগুলোর ওপর প্রভাব পড়বে। বিশেষ করে ছোট ব্যবসায়ী উদ্যোক্তা ও ফ্রন্টলাইন কর্মীদের সাবস্ক্রিপশনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা যাবে।
নতুন পরিকল্পনায় মাইক্রোসফট ৩৬৫ বিজনেস বেসিকের দাম ১৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে মাসপ্রতি ৭ ডলার। ৩৬৫ বিজনেস স্ট্যান্ডার্ডের দাম ১২ শতাংশ বেড়ে হবে ১৪ ডলার। এন্টারপ্রাইজ ইথ্রি ৮ দশমিক ৩ শতাংশ বেড়ে হবে ৩৯ ডলার। এন্টারপ্রাইজ ই৫-এর দাম ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে হবে ৬০ ডলার।
ফ্রন্টলাইন কর্মীদের সাবস্ক্রিপশনেও বড় ধরনের পরিবর্তন আসছে যা সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। মাইক্রোসফট ৩৬৫ এফওয়ানের দাম ২ দশমিক ২৫ ডলার থেকে বেড়ে হবে ৩ ডলার। মাইক্রোসফট ৩৬৫ এফথ্রির দাম ৮ থেকে বেড়ে হবে ১০ ডলার।
সরকারি সংস্থার জন্য নির্ধারিত প্ল্যানেও একইভাবে দাম বাড়ানো হবে, যা স্থানীয় বিধিবিধান অনুযায়ী ধাপে ধাপে কার্যকর করা হবে।
মাইক্রোসফট জানিয়েছে, মাইক্রোসফট ৩৬৫-এ যুক্ত হওয়া ১ হাজার ১০০টিরও বেশি নতুন ফিচারের কারণে দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে এআই-চালিত প্রডাক্টিভিটি টুল ও উন্নত নিরাপত্তা সুবিধা এবং অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আরো গভীর সংযোগ।
এর আগে ২০২২ সালে মাইক্রোসফট বাণিজ্যিক অফিস স্যুটের দাম বাড়িয়েছিল। এক দশকের বেশি সময় পর চলতি বছরের শুরুর দিকে ভোক্তা পর্যায়ের সাবস্ক্রিপশনের দামও প্রথমবারের মতো বাড়ানো হয়।
The post দাম বাড়ছে মাইক্রোসফট ৩৬৫ স্যুটের appeared first on Techzoom.TV.

0 Comments