ফার্মগেটে অবৈধ সিন্ডিকেটের ধর্মঘট প্রত্যাখ্যাত: খোলা রয়েছে ফার্মভিউ ও সিজান পয়েন্টের সব দোকান

চোরাকারবারি, অর্থ পাচারকারী ও অনলাইন জুয়া চক্রের ডাকা ধর্মঘট বা ‘লংমার্চ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন রাজধানীর ফার্মগেট এলাকার প্রকৃত মোবাইল ব্যবসায়ীরা। অবৈধ সিন্ডিকেটের হুমকি-ধমকি উপেক্ষা করে আজ সকাল থেকেই স্বাভাবিক নিয়মে দোকানপাট খোলা রেখেছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, ফার্মগেটের অন্যতম ব্যস্ত মোবাইল মার্কেট ফার্মভিউ সুপার মার্কেট এবং সিজান পয়েন্ট-এর প্রায় সব মোবাইল শোরুম ও দোকান খোলা রয়েছে। ক্রেতাদের উপস্থিতি এবং বেচাকেনাও স্বাভাবিক।

ফার্মভিউ মার্কেটের ব্যবসায়ীরা জানান, যারা আজ আন্দোলনের ডাক দিয়েছে, তারা মূলত অবৈধ ব্যবসায়ী, চোরাকারবারি এবং অনলাইন জুয়া সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তাদের অস্তিত্ব রক্ষার অবৈধ লড়াইয়ে শামিল হতে রাজি নন সৎ ও বৈধ ব্যবসায়ীরা।

সিজান পয়েন্টের এক মোবাইল ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে বৈধ পথে পণ্য এনে ব্যবসা করি। চোর, মাফিয়া বা টাকা পাচারকারীরা কী ডাক দিল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা কোনো চোরাকারবারির পক্ষে নেই। এনইআইআর চালু হলে আমাদের মতো বৈধ ব্যবসায়ীদেরই লাভ।”

সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করছেন, তথাকথিত এই ‘লংমার্চ’ বা আন্দোলনের নেপথ্যে রয়েছে এমন সব ব্যক্তি, যারা মোবাইল ব্যবসার আড়ালে হুন্ডি, অনলাইন জুয়া এবং মানিলন্ডারিংয়ের সঙ্গে জড়িত। ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (NEIR) চালু হলে তাদের এই অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাবে। তাই তারা সাধারণ ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। কিন্তু ফার্মগেটের ব্যবসায়ীরা সেই ফাঁদে পা দেননি।

দোকান খোলা থাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। ফার্মভিউ মার্কেটে ফোন কিনতে আসা এক শিক্ষার্থী বলেন, “শুনেছিলাম আজ নাকি সব বন্ধ থাকবে। কিন্তু এসে দেখছি সব খোলা। যারা বৈধ ব্যবসা করে, তাদের দোকান বন্ধ রাখার কোনো যুক্তি নেই।”

শুধু ফার্মগেট নয়, রাজধানীর পুলিশ প্লাজাসহ অভিজাত মার্কেটগুলোর বৈধ শোরুমগুলোও আজ খোলা রয়েছে। অবৈধ সিন্ডিকেটের ডাকা ধর্মঘট কার্যত ব্যর্থ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

The post ফার্মগেটে অবৈধ সিন্ডিকেটের ধর্মঘট প্রত্যাখ্যাত: খোলা রয়েছে ফার্মভিউ ও সিজান পয়েন্টের সব দোকান appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments