অনরের নতুন ফ্ল্যাগশিপ ম্যাজিক-৮ প্রো উন্মোচিত

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে অনরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘অনর ম্যাজিক ৮ প্রো’। অনুষ্ঠানটি দুবাইয়ে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় মোবাইল নেটওয়ার্ক সংস্থা ইতিসালাত, গণমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর এবং পেশাদার ফটোগ্রাফাররা অংশ নেন। কোম্পানিটি নিজেদের এআইভিত্তিক ইমেজিং এবং উন্নত মোবাইল প্রযুক্তির ওপর গুরুত্ব আরোপ করেছে।

অনরের ম্যাজিক৮ প্রোতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের এআই আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা, যা কম আলোতেও স্পষ্ট ছবি তুলতে সক্ষম। নতুন এআই আল্ট্রা নাইট পোর্ট্রেট মোড রঙ ও আলোর ভারসাম্য নিশ্চিত করে। এআই ম্যাজিক কালার, এআই এডিটর ফিচার সরাসরি ডিভাইসে ছবি সম্পাদনার সুবিধা দেয়। এছাড়া এআই বাটন, এআই ডকুমেন্ট ও এআই সার্চ ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরো সহজ করতে সহায়তা করে।

অনরের এ ফোনে স্ন্যাপড্রাগন৮ এলিট জেনারেশন৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৭ হাজার ১০০ মিলিঅ্যাম্পায়ার সিলিকন-কার্বন ব্যাটারি, যা ১০০ ওয়াট ওয়্যারড এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

আরব আমিরাতে প্রথম ৫.৫ জি নেটওয়ার্ক সিস্টেম সমর্থিত স্মার্টফোন অনর ম্যাজিক৮ প্রো। এছাড়া ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৭১ ইঞ্চি স্ক্রিন, ১.৫ কে অত্যাধুনিক কোয়াড-কার্ভড ওএলইডি ডিসপ্লে। পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং ২০০ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্সসহ ট্রিপল রিয়ার ক্যামেরা। থাকবে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম ও এক টেরাবাইট স্টোরেজ। এটি পানি ও ধুলা প্রতিরোধক এবং ওয়াই-ফাই৭ সমর্থন করে।

হ্যান্ডসেটটির প্রি-অর্ডার শুরু হয়েছে ১১ ডিসেম্বর থেকে। ১২জিবি + ৫১২জিবি মডেলের দাম পড়বে বাংলাদেশি মূল্যে প্রায় ১৩ লাখ ২ হাজার ৮০০ টাকা এবং ১৬জিবি + ১টিবি মডেলের দাম পড়বে প্রায় ১৫ লাখ ৬ হাজার টাকা। সব প্রি-অর্ডারের সঙ্গে থাকছে অনরের ভিআইপি কেয়ার প্লাস, তিনমাসের গুগল এআই প্রো ট্রায়াল এবং অনরের স্মার্টওয়াচ ৫আলট্রা।

 

The post অনরের নতুন ফ্ল্যাগশিপ ম্যাজিক-৮ প্রো উন্মোচিত appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments