অবশেষে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে তাদের ‘আন্তঃপরিচালনযোগ্য পেমেন্ট সিস্টেম’ (Interoperable Payment System) পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এর ফলে ব্যাংক থেকে এমএফএস বা এক এমএফএস থেকে অন্য এমএফএস-এ টাকা পাঠানোর বাধা কাটল নগদের জন্য।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গত সপ্তাহে এই অনুমোদন জারি করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাস থেকেই নগদ তাদের গ্রাহকদের জন্য এই আন্তঃলেনদেন সুবিধা চালু করতে পারবে।
গত ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংক দীর্ঘ প্রতীক্ষিত এই আন্তঃপরিচালনযোগ্য পেমেন্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। তবে শুরুর দিকে এমএফএস বাজারের শীর্ষ দুই প্রতিষ্ঠান—বিকাশ ও নগদ—কেউই এতে যুক্ত হতে পারেনি।
নগদ সে সময় নিয়ন্ত্রক সংস্থার পূর্ণাঙ্গ অনুমোদন না থাকায় বাদ পড়েছিল। অন্যদিকে, বাজারের সবচেয়ে বড় অংশীদার ‘বিকাশ’ ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সঙ্গে একীভূত হওয়ার ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে না পারায় শেষ মুহূর্তে সরে দাঁড়ায়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর বিকাশ একটি চিঠি দিয়ে জানায়, তারা সিস্টেমে যোগদানের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চায়। বিকাশের এই শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংক কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। তবে নগদের অনুমোদন মেলায় এবং বিকাশের প্রস্তুতির খবরে জানুয়ারি নাগাদ পূর্ণাঙ্গ সেবা চালুর আশা করছেন কর্মকর্তারা।
আন্তঃপরিচালনযোগ্য পেমেন্ট সিস্টেমের মাধ্যমে মোবাইল ওয়ালেট (যেমন: বিকাশ, নগদ), ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তাৎক্ষণিক টাকা স্থানান্তর করা যাবে। অর্থাৎ, একজন গ্রাহক তার ‘নগদ’ ওয়ালেট থেকে সরাসরি ‘বিকাশ’ নম্বরে কিংবা যেকোনো ব্যাংকের অ্যাকাউন্টে মুহূর্তেই টাকা পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “নগদহীন সমাজ বা ক্যাশলেস সোসাইটি গড়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। তবে বাজারের শীর্ষ খেলোয়াড়রা (বিকাশ ও নগদ) যুক্ত না হলে এই সিস্টেম তার পূর্ণ সুফল দিতে পারবে না।”
গত বছরের আগস্ট থেকে নগদ বাংলাদেশ ব্যাংকের সরাসরি প্রশাসনের অধীনে পরিচালিত হচ্ছে। এর আগে লাইসেন্স বা পূর্ণাঙ্গ অনুমোদন সংক্রান্ত জটিলতায় তারা আন্তঃলেনদেন সেবার বাইরে ছিল। এবার চূড়ান্ত অনুমোদন পাওয়ার মাধ্যমে নগদের ওপর কেন্দ্রীয় ব্যাংকের আস্থার প্রতিফলন ঘটল বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এনপিএসবি-এর মাধ্যমে অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট লেনদেনের কাঠামো হালনাগাদ করেছে, যা রিয়েল-টাইম ক্লিয়ারিং সমর্থন করে। তবে উচ্চ ইন্টিগ্রেশন বা কারিগরি সংযুক্তির খরচের কারণে অনেক প্রতিষ্ঠান এখনো ধীরগতিতে এগোচ্ছে।
The post নগদ’-কে আন্তঃলেনদেন পেমেন্ট সিস্টেমের লাইসেন্স দিল বাংলাদেশ ব্যাংক appeared first on Techzoom.TV.

0 Comments