অবৈধদের রক্তচক্ষু উপেক্ষা করে খুলল যমুনা ফিউচার পার্কের মোবাইল দোকান

অবৈধ মোবাইল ব্যবসায়ী সিন্ডিকেটের ডাকা ধর্মঘট ও তান্ডব প্রত্যাখ্যান করে রাজপথে নেমেছেন বৈধ ব্যবসায়ীরা। আজ (শনিবার) সকাল ১১টায় রাজধানীর অন্যতম বৃহত্তম শপিং মল ‘যমুনা ফিউচার পার্ক’-এ সমবেত হয়ে সাধারণ ব্যবসায়ীরা তাদের দোকানগুলো খুলে দিয়েছেন। সিন্ডিকেটের ভয়ভীতি ও হুমকি তোয়াক্কা না করে বৈধ পথে ব্যবসা করার এই দৃঢ় অবস্থানকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতা ও প্রযুক্তি সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই যমুনা ফিউচার পার্কের মোবাইল ফ্লোরগুলোতে ব্যবসায়ীরা উপস্থিত হতে থাকেন। অবৈধ ব্যবসায়ী সমিতির দেওয়া ‘দোকান বন্ধ’ রাখার নির্দেশ অমান্য করে একে একে সব শোরুমের ঝাঁপ খোলা হয়। ব্যবসায়ীরা জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এনইআইআর (NEIR) সিস্টেমকে সমর্থন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, “আমরা বৈধভাবে ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা করি। কতিপয় অবৈধ আমদানিকারকের স্বার্থ রক্ষায় আমরা আমাদের রুটি-রুজি বন্ধ রাখতে পারি না।”

যমুনা ফিউচার পার্কের এই সাহসী উদ্যোগের পর রাজধানীর আরেক বৃহৎ মার্কেট ‘বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স’সহ মোতালেব প্লাজা ও ইস্টার্ন প্লাজার বৈধ ব্যবসায়ীরাও দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, পর্যায়ক্রমে আজ বিকেলের মধ্যেই ঢাকার সকল মোবাইল মার্কেট স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বিটিআরসি ভবনে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মার্কেটগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়েছে যে, যারা দোকান খোলা রাখবে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। কোনো উস্কানি বা হামলার চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে

The post অবৈধদের রক্তচক্ষু উপেক্ষা করে খুলল যমুনা ফিউচার পার্কের মোবাইল দোকান appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments