ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) এর নামে ফিশিং ওয়েবসাইট পেয়েছে বাংলাভিশন। ওয়েবসাইটটির ইউআরএল (neribtrc.com) কিন্তু এনইআইআর এর অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে (neir.btrc.gov.bd).
ফিশিং ওয়েব সাইটটির ভিজিটে দেখা যায় রেজিস্টার, লগইন এবং চেক স্ট্যাটাস নাউ অপশন রয়েছে। স্ট্যাটাস নাউ অপশনে র্যান্ডম ১৫ সংখ্যা বসিয়ে ক্লিক দিলে বিটিআরসির অফিসিয়াল পেইজে নিয়ে যাচ্ছে। কিন্তু রেজিস্টার বা লগইন বাটনে ক্লিক দিলে জুয়ার বিভিন্ন সাইটে রি-ডাইরেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এমদাদুল হক বারী বাংলাভিশনকে বলেন, এনইআইআর সাইটের আদলে কিছু ফিশিং সাইটের তথ্য আমরা পেয়েছি, যেগুলো বন্ধে কাজ চলছে।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সাইট বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। কেননা এসব সাইটে ম্যালিশিয়াস লিঙ্কে ক্লিকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য বেহাত, সিস্টেম আক্রান্ত হওয়ার মতো ঘটনা ঘটতে পারে।
The post এনইআইআর এর নামে ফিশিং ওয়েবসাইট ! appeared first on Techzoom.TV.

0 Comments