এআই দৌড়ে এনভিডিয়ার সঙ্গে জোট বাঁধল লেনোভো

এআই চিপ জায়ান্ট এনভিডিয়ার সঙ্গে নতুন এক অংশীদারত্বের ঘোষণা দিয়েছে পার্সোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো।

চুক্তির মূল লক্ষ্য হলো এআই ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আরো দ্রুত ডাটা সেন্টার সচল বা ব্যবহার উপযোগী করতে সহায়তা করা।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের বাজারে নিজেদের অবস্থান আরো সুসংহত করতেই লেনোভোর এ নতুন পদক্ষেপ।

ডাটা সেন্টার প্রোগ্রামের আওতায় লেনোভো নিজস্ব ‘লিকুইড-কুলড হাইব্রিড এআই ইনফ্রাস্ট্রাকচার’ এবং এনভিডিয়ার কম্পিউটিং প্লাটফর্ম একত্রে সরবরাহ করবে।

এতে এআই ক্লাউড সেবাদাতাদের ডাটা সেন্টার স্থাপনের সময় কমে মাত্র ‘কয়েক সপ্তাহে’ নেমে আসবে বলে আশা করা হচ্ছে। খবর রয়টার্স

The post এআই দৌড়ে এনভিডিয়ার সঙ্গে জোট বাঁধল লেনোভো appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments