ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত

স্মার্টফোনের বাজারে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করতে অপো নিয়ে আসছে তাদের পরবর্তী প্রজন্মের ভাঁজযোগ্য স্মার্টফোন ‘অপো ফাইন্ড এন৬’ (Oppo Find N6)। আনুষ্ঠানিক উন্মোচনের আগেই ফোনটির চোখধাঁধাঁনো সব ফিচার ফাঁস হয়েছে, যা প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

বিখ্যাত টিপস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’-এর দাবি অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতেই চীনের বাজারে ফোনটি প্রথম দেখা যেতে পারে।

বিশাল ডিসপ্লে ও মসৃণ অভিজ্ঞতা
ফাঁস হওয়া তথ্যমতে, অপো ফাইন্ড এন৬-এ থাকছে দ্বৈত পর্দা (ডুয়েল ডিসপ্লে)। ফোনটির ভেতরের মূল পর্দা হবে ৮.১২ ইঞ্চি, যা একটি ২কে (2K) রেজোলিউশন সমৃদ্ধ LTPO OLED প্যানেল। অন্যদিকে, বাইরের কভার ডিসপ্লেটি হবে ৬.৬২ ইঞ্চি। উভয় পর্দায় ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে, যা গেমিং ও সাধারণ ব্যবহারে অনন্য গতি প্রদান করবে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক ColorOS 16-এ।

ক্যামেরায় বড় চমক
ফটোগ্রাফি লাভারদের জন্য অপো দিচ্ছে বিশেষ সুবিধা। ফোনের ভেতরের ও বাইরের—উভয় পর্দায় থাকছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অর্থাৎ ফোনটি খোলা বা ভাঁজ করা—যেকোনো অবস্থায় হাই-কোয়ালিটি সেলফি তোলা সম্ভব। ফোনের পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ:

৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর।

২০০ মেগাপিক্সেল আল্ট্রা-পাওয়ারফুল সেন্সর (এটি প্রধান সেন্সর কি না তা নিয়ে এখনও জল্পনা চলছে)।

২ মেগাপিক্সেল ম্যাক্রো বা ডেপথ সেন্সর।

স্ন্যাপড্রাগনের শক্তিশালী পারফরম্যান্স
ফোনটির কার্যক্ষমতা নিশ্চিত করতে এতে ব্যবহার করা হচ্ছে কোয়ালকমের লেটেস্ট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ (Snapdragon 8 Elite Gen 5) চিপসেট। মাল্টিটাস্কিংয়ের জন্য এতে থাকছে ১৬ জিবি র‍্যাম এবং বিশাল ডেটা সংরক্ষণের জন্য ১ টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।

ব্যাটারি ও চার্জিং
দীর্ঘক্ষণ ব্যবহারের দুশ্চিন্তা কমাতে ফোনটিতে থাকছে ৬০০০ এমএএইচ (mAh) ক্ষমতার ডুয়েল সেল ব্যাটারি। উন্নত চার্জিং প্রযুক্তির পাশাপাশি এতে তারহীন বা ওয়্যারলেস চার্জিং সুবিধাও থাকছে। নিরাপত্তার জন্য থাকছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

আকর্ষণীয় ডিজাইন ও রং
প্রিমিয়াম অনুভুতি দিতে অপো ফাইন্ড এন৬ তিনটি অভিজাত রঙে বাজারে আসবে: ১. টাইটানিয়াম ২. ডিপ ব্ল্যাক (গাঢ় কালো)

৩. গোল্ডেন অরেঞ্জ (সোনালী কমলা)

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্যামসাং বা হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে অপো ফাইন্ড এন৬ একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।

এক নজরে অপো ফাইন্ড এন৬:

ডিসপ্লে: ৮.১২ ইঞ্চি ২কে মূল ডিসপ্লে।

প্রসেসর: স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫।

র‍্যাম/রম: ১৬ জিবি / ১ টেরাবাইট।

ব্যাটারি: ৬০০০ এমএএইচ।

The post ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments