গুগল সাধারণত সাশ্রয়ী মূল্যের ‘এ’ সিরিজের ফোনগুলো বছরের মাঝামাঝি সময়ে উন্মোচন করে। তবে এবার পিক্সেল ১০এ-এর ক্ষেত্রে সে ধারায় বড় পরিবর্তন আসতে চলেছে। নতুন তথ্যানুযায়ী, প্রত্যাশিত সময়ের চেয়ে অনেক আগেই বাজারে আসতে পারে পিক্সেল ১০এ।
প্রযুক্তি বিশ্লেষক রোল্যান্ড কুয়ান্ডট জানিয়েছেন, গুগল পিক্সেল ১০এ সম্ভবত আগামী মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতে উন্মোচন হতে পারে। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ব্লু-স্কাইতে তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ফোনটি স্টোরে পাওয়া যেতে পারে। আর প্রযুক্তি পোর্টাল ড্রয়েড-লাইফের তথ্যানুযায়ী, ফোনটি উন্মোচনের সম্ভাব্য তারিখ হতে পারে ১৭ ফেব্রুয়ারি।
এর আগের মডেল পিক্সেল ৯এ ২০২৫ সালের মার্চে উন্মোচন হয়েছিল এবং এপ্রিলেই বাজারে এসেছিল। সে হিসেবে গুগল এবার বেশ তড়িঘড়ি করেই নতুন ফোনটি বাজারে আনছে।
ধারণা করা হচ্ছে, পিক্সেল ১০এ আগের মডেলগুলোর তুলনায় নতুন রঙ ও বেশি স্টোরেজ বিকল্প নিয়ে বাজারে আসতে পারে। রোল্যান্ড কুয়ান্ডট জানিয়েছেন, ফোনটিতে থাকবে ১২৮ জিবি ও ২৫৬ জিবি দুই ধরনের স্টোরেজ সুবিধা।
রঙের দিক থেকেও থাকছে নতুনত্ব। ফোনটি পাওয়া যাবে অবসিডিয়ান, ফগ, ল্যাভেন্ডার ও নতুন সংযোজন বেরি রঙে। ‘বেরি’ রঙটি লালচে টোনের একটি রঙ হতে পারে এবং এটি গুগলের নেস্ট ক্যামে (তৃতীয় প্রজন্ম) ব্যবহৃত ‘বেরি’ রঙের সঙ্গে মিল থাকতে পারে।
নকশা ও স্পেসিফিকেশনেও পিক্সেল ৯এ-এর অনেকটা ছাপ দেখা যাবে। ফোনটিতে থাকতে পারে ৬ দশমিক ২৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ক্যামেরা ক্ষেত্রে গুগল ডুয়াল রিয়ার ক্যামেরা দিতে পারে, যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং আল্ট্রাওয়াইড ১৩ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেল।
ডিভাইসটিতে থাকতে পারে ৮ জিবি রÅvম এবং ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। প্রসেসরের দিক থেকে গুগল সম্ভবত আগের মডেল পিক্সেল ৯এ-তে ব্যবহৃত টেনসর জি৪ চিপসেটই ব্যবহার করবে। অর্থাৎ, নতুন টেনসর জি৫ নয়, বরং আগের প্রজন্মের প্রসেসরেই আসতে পারে এ সাশ্রয়ী ফোন।
দামের বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গুগল গত বছরের মতো দাম রাখতে পারে। ভারতে পিক্সেল ৯এ উন্মোচন হয়েছিল ৪৯ হাজার ৯৯৯ রুপিতে (বাংলাদেশী মূল্যে প্রায় ৬৭ হাজার ৭৩৮ টাকা)। সেক্ষেত্রে পিক্সেল ১০এ-ও এর কাছাকাছি দামে বাজারে আসতে পারে।
The post সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ appeared first on Techzoom.TV.

0 Comments