অবশেষে কাটতে শুরু করেছে দেশের মোবাইল বাজারগুলোর অচলাবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিটিং এর পরে রাজধানীর যমুনা ফিউচার পার্কসহ দেশের বেশিরভাগ মোবাইল ফোন মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। তবে এই সিদ্ধান্তের উল্টো পথে হেঁটে আন্দোলনের নতুন ছক কষছেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একদল ব্যবসায়ী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনইআইআর (NEIR) সিস্টেম বা অবৈধ হ্যান্ডসেট বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে মোবাইল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে নামেন। এতে স্থবির হয়ে পড়ে দেশের কয়েক হাজার কোটি টাকার এই শিল্প। চলমান এই সংকট নিরসনে সম্প্রতি মোবাইল ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন।
বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর ব্যবস্থা পুনঃবিবেচনা করা হবে এবং ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা করা হবে। এই আশ্বাসের পর ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)-এর বড় একটি অংশ আজ থেকে দোকান খোলার পক্ষে একমত পোষণ করে। যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীরা আজ সকাল থেকেই তাদের শোরুমগুলোর তালা খুলতে শুরু করেছেন।
এদিকে, ঢাকার ব্যবসায়ীরা কাজে ফিরলেও চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানকার একটি বড় অংশ এখনো দোকান বন্ধ রেখে আন্দোলনের ডাক দিচ্ছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের ‘ছত্রছায়ায়’ থাকা ব্যবসায়ী নেতা আরিফুর রহমানের নেতৃত্বে সেখানকার ব্যবসায়ীরা আন্দোলনের নামে নতুন কর্মসূচির পরিকল্পনা করছেন। সাধারণ ব্যবসায়ীদের একাংশের দাবি, রাজনৈতিক অস্থিরতা জিইয়ে রাখতেই এই বিভাজনের চেষ্টা করা হচ্ছে।
মার্কেট খোলার বিষয়ে যমুনা ফিউচার পার্কের একজন ব্যবসায়ী নেতা বলেন, “তারেক রহমানের আশ্বাসে আমরা আস্থা পেয়েছি। সাধারণ ব্যবসায়ীরা আর ক্ষতির সম্মুখীন হতে চান না। তাই আমরা অধিকাংশ মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
অন্যদিকে, রিয়াজউদ্দিন বাজারের পরিস্থিতি নিয়ে প্রশাসন কড়া নজর রাখছে। কোনো গোষ্ঠী যেন আন্দোলনের নামে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
The post খুলছে যমুনা ফিউচার পার্কসহ দেশের মোবাইল মার্কেট appeared first on Techzoom.TV.

0 Comments