ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের ডাটাবেজ বিদেশে হোস্ট করা হয়েছে বলে একটি সংগঠনের দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সম্প্রতি এই ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত মিছিল ও প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি তাদের অবস্থান পরিষ্কার করেছে।
অগ্নি সিস্টেমস লিমিটেড জানিয়েছে, এনইআইআর-এর ওয়েব সার্ভারের আইপি জিও-লোকেশন আটটিরও বেশি আন্তর্জাতিক ও স্বতন্ত্র প্ল্যাটফর্মে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে এর অবস্থান ঢাকাতেই।প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে যে, কেবল একটি তৃতীয় পক্ষের ডাটাবেজে কারিগরি ত্রুটির কারণে ভুলভাবে ভারতের দিল্লির ঠিকানা প্রদর্শিত হয়েছে, যা সংশ্লিষ্ট ডাটাবেজ সেবাদাতাও স্বীকার করেছে এবং দ্রুত সংশোধনের আশ্বাস দিয়েছে।
বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এনইআইআর সিস্টেমের সব তথ্য বাংলাদেশের অভ্যন্তরে বিটিআরসি (BTRC) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (BSCCL)-এর নিজস্ব ডাটা সেন্টারে সংরক্ষিত আছে। এই ডাটা দেশের বাইরে সংরক্ষণ বা স্থানান্তরের কোনো কারিগরি সুযোগ নেই।
অগ্নি সিস্টেমস লিমিটেড একটি দেশীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) হিসেবে কেবল ডাটা রাউটিং ও নেটওয়ার্ক নিরাপত্তা সংক্রান্ত সেবা প্রদান করছে। যে আইপি অ্যাড্রেস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেটি অগ্নি সিস্টেমস-এর অনুকূলে বরাদ্দকৃত এবং এটি কোনো বিদেশি অবকাঠামোর অংশ নয়।
রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সিস্টেম নিয়ে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। অগ্নি সিস্টেমস পুনরায় নিশ্চিত করেছে যে, এনইআইআর সিস্টেমটি সম্পূর্ণভাবে একটি বাংলাদেশি অবকাঠামো এবং এর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এর আগে বিটিআরসিও এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সিস্টেমটির নিরাপত্তা ও আইপি নিয়ে অপপ্রচারের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছিল।
The post এনইআইআর ডাটা বিদেশে যাওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা: অগ্নি সিস্টেমস appeared first on Techzoom.TV.

0 Comments