অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে শিশু ও কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বড় ধরনের প্রভাব দেখা গেছে। প্রথম এক মাসেই দেশটির ই-সেফটি কমিশনারের নির্দেশে বিভিন্ন প্লাটফর্ম সম্মিলিতভাবে প্রায় ৪৭ লাখ অ্যাকাউন্ট সরিয়েছে।
দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশন জানিয়েছে, গত ১০ ডিসেম্বর কার্যকর হওয়া আইন মেনে এসব অ্যাকাউন্ট সরানো হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ আমরা বলতে পারি আইনটি কাজ করছে। এটি অস্ট্রেলিয়ার জন্য গর্বের বিষয়। এটি একটি দৃষ্টান্তমূলক আইন, যা এখন বিশ্বের অন্যান্য দেশও অনুসরণ করছে।’
বিশ্বজুড়ে এ ধরনের নিষেধাজ্ঞার কার্যকারিতা এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা। ফ্রান্স, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এরই মধ্যে একই ধরনের আইন করার আগ্রহ দেখিয়েছে। এছাড়া ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
নতুন আইন অনুযায়ী, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩ কোটি ৩০ লাখ ডলার) জরিমানার মুখে পড়তে পারে সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্মগুলো। তবে এ আইনের মাধ্যমে শিশু ও কিশোর বা তাদের অভিভাবকদের ওপর কোনো দায় চাপানো হয়নি।
সরানো হয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা আগের সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। দেশটির জনশুমারির তথ্য অনুযায়ী, ১০-১৬ বছর বয়সী প্রতি কিশোরের বিপরীতে গড়ে দুটির বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা জানিয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক ও থ্রেডস থেকে নির্ধারিত বয়সের নিচের (আন্ডার-এজ) প্রায় ৫ লাখ ৫০ হাজার অ্যাকাউন্ট সরিয়েছে কোম্পানিটি।
এ বিধিনিষেধ গুগলের ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইলোন মাস্কের মালিকানাধীন এক্সের (সাবেক টুইটার) ক্ষেত্রেও কার্যকর হয়েছে। রেডিট আইনটি মেনে চললেও সরকারকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে। তবে সরকার জানিয়েছে, আইনি লড়াইয়ে নিজেদের অবস্থান রক্ষা করবে অস্ট্রেলিয়া।
ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানান, কিছু আন্ডার-এজ অ্যাকাউন্ট এখনো সক্রিয় থাকতে পারে। তাই এখনই আইনের পূর্ণাঙ্গ পরিপালন ঘোষণা করা যাচ্ছে না। সরকার বর্তমানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি দীর্ঘমেয়াদি গবেষণা শুরু করেছে, যা আগামী কয়েক বছর এ নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করবে।
The post ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যান appeared first on Techzoom.TV.

0 Comments