চীনে এনভিডিয়া এইচ২০০ চিপ রফতানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন

চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ এইচ২০০ রফতানির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রতি চালানে আরোপ করা হবে ২৫ শতাংশ ফি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে চলমান চিপ রফতানিসংক্রান্ত বিতর্কের সাময়িক সমাধান হলো বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প জানান, তিনি এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অবহিত করেছেন এবং শি ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন।

তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় রফতানি নীতিমালার চূড়ান্ত খসড়া তৈরি করছে। একই ধরনের নীতিমালা এএমডি ও ইন্টেলসহ অন্যান্য এআই চিপ নির্মাতাদের জন্যও প্রযোজ্য হবে।

এ ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারদর সম্প্রতি আরো বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলে, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে এবং একই সঙ্গে চীনা বাজারেও তাদের উপস্থিতি বজায় রাখে। বাণিজ্য মন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত গ্রাহকদের কাছে এইচ২০০ সরবরাহের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য ‘সুষম ও লাভজনক।’

রফতানির প্রক্রিয়া অনুযায়ী, চিপগুলো প্রথমে তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। সেখানে জাতীয় নিরাপত্তা যাচাইয়ের পর অনুমোদন পেলে চীনে রফতানি করা হবে। এক্ষেত্রে ২৫ শতাংশ ফি যুক্তরাষ্ট্রে আমদানি কর হিসেবেই আদায় করবে সরকার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বেইজিং বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা দুই দেশের জন্যই লাভজনক হতে পারে। তবে অনুমোদিত চিপ রফতানি সম্পর্কে তারা সরাসরি কোনো মন্তব্য করেনি।

এদিকে মার্কিন নীতিনির্ধারকদের মধ্যে এ সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে মতানৈক্য ছিল। যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতা এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, অত্যাধুনিক এআই চিপ চীনকে সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর এ সিদ্ধান্তকে ‘জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি’ বলে উল্লেখ করেন।

The post চীনে এনভিডিয়া এইচ২০০ চিপ রফতানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন appeared first on Techzoom.TV.

Post a Comment

0 Comments