স্মার্টফোন ব্যাটারির আধুনিকায়নে ওয়ানপ্লাস বা অনরের মতো কোম্পানিগুলো যখন নতুন সিলিকন-কার্বন প্রযুক্তি ব্যবহার করছে, সেখানে স্যামসাংকে কিছুটা পিছিয়ে থাকতে দেখা গেছে। নতুন গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং এস২৫ এজ ফোনেও পুরনো লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্টটি।
তবে কোম্পানিটি এবার স্মার্টফোন ব্যাটারিতে বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। স্যামসাং বর্তমানে এমন এক অত্যাধুনিক ব্যাটারি নিয়ে কাজ করছে যা সবার প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে। টিপস্টার ফোনফিউচারিস্টের বরাতে এসব তথ্য জানিয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের ব্যাটারি তৈরির প্রতিষ্ঠান ‘স্যামসাং এসডিআই’ বর্তমানে ২০ হাজার এমএএইচ সক্ষমতার একটি বিশাল ব্যাটারি নিয়ে কাজ করছে। ‘ডুয়াল-স্ট্যাক সিলিকন-কার্বন’ প্রযুক্তিতে তৈরি এ ব্যাটারি স্মার্টফোনের জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০ হাজার এমএএইচ ব্যাটারি বর্তমানের যেকোনো স্মার্টফোন ব্যাটারির তুলনায় কয়েক গুণ বেশি ক্ষমতাসম্পন্ন হবে।
অ্যান্ড্রয়েড পুলিশের তথ্যানুযায়ী, স্যামসাং এ নতুন প্রযুক্তিতে দুটি আলাদা ব্যাটারি সেল ব্যবহার করছে। এর মধ্যে একটি ১২ হাজার এমএএইচ এবং অন্যটি ৮ হাজার এমএএইচ সক্ষমতার। দুটি সেল মিলিয়ে মোট ২০ হাজার এমএএইচের একটি ব্যাটারি প্যাক তৈরি করা হচ্ছে। মূলত স্মার্টফোনের সীমিত জায়গার মধ্যে কীভাবে সর্বোচ্চ চার্জ নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই স্যামসাং এ বিশেষ ‘ডুয়াল-স্ট্যাক’ পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।
তবে প্রযুক্তি টিপস্টারদের মতে, বিশাল এ ব্যাটারি এখনই বাজারে আসার সম্ভাবনা কম।
The post ২০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে কাজ করছে স্যামসাং? appeared first on Techzoom.TV.

0 Comments